Err0r

A minimal but informative blog developed and managed by Tarunna


জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

শতাব্দীর সাড়া জাগানো টেলিস্কোপ



"James Webb will go where no other telescope has gone before."

দীর্ঘ ২৩ বছর একটা প্রজেক্টের পেছনে খরচ করে ফেলার পর এরকম একটা উক্তি বোধ হয় দেওয়াই যায়। বলছিলাম শতাব্দীর অন্যতম সাড়া জাগানো টেলিস্কোপ "জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ" এর কথা। এই টেলিস্কোপ ইতিমধ্যেই বেশ অনেকগুলো চমক দেখিয়ে ফেলেছে।

নাসা, ইএসএ ও সিএসএ এর মিলিত দীর্ঘ ২৩ বছরের প্রজেক্টের ফলাফল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যার অন্যতম প্রধান কাজ ছিল সৃষ্টির প্রথম আলো দেখা যা আজকে থেকে প্রায় সাড়ে ১৩ বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল। এই টেলিস্কোপ এস্ট্রোনমি আর কসমোলজির জন্য সম্ভাবনাময় অনেক দিক খুলে দিবে যেমন: সৃষ্টির প্রথম তারা দেখা।

২ কিলোওয়াট শক্তিসম্পন্ন এই টেলিস্কোপ এর ম্যনুফেকচারের কাজ করে: Northrop Grumman, Ball Aerospace এবং L3Harris কোম্পানি। Korsch টাইপের এই টেলিস্কোপ ২১ ফিট ডায়ামিটার ও ৪৩১ ফিট ফোকাল লেন্থ সম্পন্ন। এতে রয়েছে 16 kbit/s Up ও 40 kbit/s Down Bandwidth ক্ষমতাসম্পন্ন S-band, Telemetry, Telecommand এবং 28 Mbit/s Down Bandwidth ক্ষমতাসম্পন্ন Ka-band. এতে যন্ত্রপাতি হিসেবে রয়েছে FGS-NIRISS, MIRI, NIRCam, NIRSpec, Integrated Science Instrument Module, Optical Telescope Element. এর ওয়েবলেন্থ 0.6–28.3 μm (orange to mid-infrared).

এই টেলিস্কোপের ২১ ফিট ডায়ামিটারের প্রাথমিক আয়না, ১৮টি আলাদা ষড়ভুজাকৃতির সোনার প্রলেপ দেওয়া বেরিলিয়ামের আয়নার তৈরি। যার ফলে এই টেলিস্কোপ মোট ২৫ স্কোয়ার মিটার জায়গা থেকে আলো সংগ্রহ করতে পারে। এই টেলিস্কোপকে খুবই ঠান্ডা (50 K বা - 223° C বা -370° F) তাপমাত্রায় রাখতে হয়। তাই এই টেলিস্কোপকে পৃথিবী থেকে দেড় মিলিয়ন কিলোমিটার দূরে L2 Lagrange Point এ রাখা হয়েছে যাতে এর তাপমাত্রা সূর্য, পৃথিবী বা চাঁদ; কারো উঞ্চতায় বেড়ে না যায়।

১৯৯৬ সালে এই প্রজেক্টের কাজ শুরু হয় Generation Space Telescope নামে। পরে প্রজেক্টে নাম পাল্টে নাসার প্রাক্তন এডমিনিস্ট্রেটর "জেমস ই ওয়েব" এর নামে রাখা হয়। ২০১৬ সালে মোট ১০ বিলিয়ন ডলার খরচের মাধ্যমে এই টেলিস্কোপের নির্মাণ কাজ সম্পন্ন হয়। Arienaspace এর Ariena 5 ECA rocket এর সাহায্যে ২৫/১১/২২ তারিখে Centre Spatial Guyanais, ELA-3 এই টেলিস্কোপ লঞ্চ করা হয়। ২০২২ সালের জানুয়ারিতে এই টেলিস্কোপ সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী L2 Lagrange point এসে পৌঁছায়। এই টেলিস্কোপের তোলা প্রথম ছবি ওই বছরের ১১ জুলাই সংবাদ সম্মেলন এর মাধ্যমে উন্মুক্ত করা হয়।

এই টেলিস্কোপে প্রোগ্রাম হিসেবে ব্যবহার করা হয়েছে Nombas ScriptEase 5.00e যেটা জাভাস্ক্রিপ্টের একটি মডিফাইড ভার্সন। এছাড়া Spacecraft আর Science instruments এর জন্য বানানো Flight Software প্রোগ্রাম করা হয়েছে C++ ল্যাঙ্গুয়েজে।

পুরো পৃথিবীর মোট ১৫টি দেশ থেকে প্রায় কয়েক হাজার সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ান মিলে এই প্রজেক্টে দীর্ঘ ২৩ বছর ধরে কাজ করে এই প্রজেক্টকে সফল করেন। আর এই ছিল সেই বিখ্যাত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নিয়ে কিছু ইতিবৃত্ত। আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Reference:

01. Nasa
02. Scientific American
03. The New York Times
04. The Washington Post
05. Briankoberlein
06. Yale University
07. SpaceTelescope
08. The Astrophysical Journal
09. Universe Today
10. National Geographic
11. W. M. Keck Observatory
12. Wired
13. BBC News
14. STScl
15. University of Arizona
16. European Space Agency
17. SatMagazine
18. Composites World
19. Spaceflight Now
20. SpacePolicyOnline
21. Space News
22. The Verge
23. Phy
24. Nature


ভালো থাকবেন, ভালো রাখবেন। Bদায়
logging out.......